বৃহস্পতিবার ১৮জানুয়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। তবে আগের দিনের চেয়ে লেনদেন কমেছে। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে।
বৃহস্পতিবার ডিএসইতে মোট ৩৫৮ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে প্রায় ৩২ কোটি ৫৯ লাখ টাকা কম। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছিল ৩৯১ কোটি ৫৩ লাখ টাকা।
এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নিয়েছে ৩৩৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৪২টির, কমেছে ১৩৪টির। আর অপরিবর্তিত রয়েছে ৫৮টি কোম্পানির শেয়ার দর।
ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ২৩ পয়েন্ট বেড়ে ৬ হাজার ১২২ পয়েন্টে অবস্থান করছে।
এদিকে,চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২৪ কোটি ২২ লাখ টাকার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৫১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ৮৮২ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩৯টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৯৮টির, কমেছে ১০৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির শেয়ার দর।
আজকের বাজার:এসএস/১৮জানুয়ারি ২০১৮