সিএসই’র তালিকাভুক্ত কোম্পানিগুলোর পারফরমেন্স পর্যালোচনার ভিত্তিতে সিএসই ৩০ ইনডেক্স চুড়ান্ত করা হয়েছে। নতুন ০৮টি কোম্পানিকে যুক্ত করা হয়েছে এবং পূর্বের ০৮টি কেম্পানিকে বাদ দেওয়া হয়েছে। এটি কার্যকরী হবে আগামী ২৫ জানুয়ারী ২০১৮ থেকে।
নতুন কর যে কোম্পানি যুক্ত হয়েছে সেই সকল কোম্পানিগুলো হলো-
দি ইবনেসিনা ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্জট্রি লিমিটেড, অরিয়ন ফার্মা লিমিটেড, রতনপুর স্টীল রি-রোলিং মিলস লিমিটেড, ইস্টার্ন হাউজিং লিমিটেড, এমজেএল বাংলাদেশ লিমিটেড, এবি ব্যাংক লিমিটেড, বেক্সিমকো লিমিটেড এবং আমান ফিড লিমিটেড।
বাদ যাওয়া কোম্পানিগুলো হলো- অ্যাকটিভ ফাইন ক্যামিক্যালস লিমিটেড, অ্যাগ্রিকালচারাল মার্কেটিং কো: লিমিটেড, অ্যাপেক্স ট্যানারী লিমিটেড,অ্যারামিট লিমিটেড,বাটা সু কোম্পানি (বিডি) লি:,ব্র্যাক ব্যাংক লিমিটেড লিন্ডে বাংলাদেশ লিমিটেড এবং স্কয়ার টেক্সটাইলস লিমিটেড।
সিএসই-৩০ ইনডেক্স ভুক্ত কোম্পানিগুলোর মূলধন বাজারের মোট নিবন্ধিত কোম্পানিগুলোর মূলধনের শতকরা প্রায় ২৩.৭০ভাগ এবং ফ্রি ফোট বাজার মূলধন সকল নিবন্ধিত কোম্পানিগুলোর ফ্রি ফোট বাজার মূলধনের শতকরা ৩৫.৫২ভাগ।
আজকের বাজার: ওএফ/ ১৪ জানুয়ারি ২০১৮