নোয়াখালীর সূবর্ণচরে ঘূর্ণিঝড় ফণীর আঘাতে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। ঘরচাপা পড়ে এক শিশু নিহত হয়েছে।
শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার চর ওয়াপদা ইউনিয়নের চর আমিনুল হক গ্রামে মো. ইসমাইল (২) নামে এক শিশু মারা যায়। চর আমিনুল হক গ্রামের আবদুর রহমানের ছেলে মো. ইসমাইল। এ ছাড়া ঘূর্ণিঝড়ে চর ওয়াপদা ও চর জব্বর ইউনিয়নে ৩০ জন আহত হয়েছে।
সুবর্ণচর উপজেলার কন্টোলরুমে দায়িত্ব পালনরত উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইকবাল হাসান জানান, চর ওয়াপদা ইউনিয়নের চর আমিনুল হক গ্রামে ঘরচাপা পড়ে একজন নিহত ও চর ওয়াপদা ও চর জব্বর ইউনিয়নে ৩০ জন আহত হয়েছে এবং শতাধিক কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।
তিনি আরো জানান, আহতদেরকে সূবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।
আজকের বাজার/এমএইচ