সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার সারাদিনই ঊর্ধমূখী প্রবনতায় লেনদেন চলেছে দেশের উভয় পুঁজিবাজারে। তবে দিনশেষে ডিএসইতে বেশিরভাগ প্রতিষ্ঠান দর হারালেও সিএসইতে বেশিরভাগের দর বেড়েছে।
দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক (ডিএসইএক্স) ১১ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৫ হাজার ৭২৩ পয়েন্টে। মোট লেনদেন হওয়া ৩৪০ টি প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর কমেছে ১৩৯ টির, বেড়েছে ১৫৩ টির, আর অপরিবর্তিত রয়েছে ৪৮ টির। এদিন ডিএসইতে মোট লেনদেন হয় ৬৬২ কোটি ২৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
অপরদিকে দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মোট লেনদেন ছাড়িয়েছে ৪৯ কোটি ১৩ লাখ ১৮ হাজার টাকা। এদিন সিএসইর সার্বিক মূল্যসূচক ২৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭ হাজার ৫০১ পয়েন্টে। দিনেরশেষে লেনদেন হওয়া ২৫৪ টি প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর কমে ৯৫ টির, দর বাড়ে মাত্র ১১৮ টির আর অপরিবর্তিত অবস্থায় থাকে ৪১ টির দর।
আজকের বাজার/মিথিলা