এক সপ্তাহের বেশি সময় ধরে জ্বলতে জ্বলতে অবশেষে ডুবে গেছে চীনের পূর্ব উপকূলে দুর্ঘটনার শিকার তেলবাহী ইরানের সেই ট্যাঙ্কারটি।
রোববার ১৪ জানুয়ারি চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স বলছে, দুর্ঘটনার কবলে পড়া ইরানের তেলবাহী ট্যাঙ্কারটি জ্বলতে জ্বলতেই ডুবে গেছে।
ডুবে যাওয়ার কারণে ট্যাঙ্কারটিতে থাকা ২ বাংলাদেশিসহ ৩২ ক্রুর বেঁচে থাকার সম্ভাবনা একদম নেই বললেই চলে।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া সাাৎকারে দেশটির উদ্ধারকারী দলের মুখপাত্র মোহাম্মদ রাস্তাদ বলেন, ‘ক্রু সদস্যদের জীবিত উদ্ধারের কোনো আশা নেই।’
ইরান থেকে এক লাখ ৩৬ হাজার টন অপরিশোধিত তেল নিয়ে চীনের পূর্ব উপকূল পাড়ি দেয়ার সময় গত ৬ জানুয়ারি সাংহাই উপকূল থেকে ১৬০ নটিক্যাল মাইল দূরে সানচি নামের এ ট্যাঙ্কারটির সঙ্গে হংকংয়ের মালবাহী জাহাজ সিএফ ক্রিস্টালের সংঘর্ষ হয়। পরে ট্যাঙ্কারটিতে আগুন ধরে যায়।
তবে সমুদ্র তেল ছড়িয়ে পড়েছে কি-না সে ব্যাপারে এখনো গুরুত্বপূর্ণ কোনো তথ্য পাওয়া যায়নি।
আজকের বাজার: ওএফ/ ১৪ জানুয়ারি ২০১৮