বহুল আলোচিত সেই নুরুল আজিম রনির বিরুদ্ধে ফের চকবাজার থানায় মামলা দায়ের করেছেন ইউনিএইড কোচিং সেন্টারের পরিচালক রাশেদ মিয়া।
শনিবার রাতে তিনি বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় তিনি উল্লেখ করেন, গত বৃহস্পতিবার রনির বিরুদ্ধে পাঁচলাইশ থানায় ২০ লাখ টাকা চাঁদাবাজির মামলা দায়েরের পর, বিকেল পাঁচটার দিকে রনি কোচিং সেন্টারে আসেন। এ সময় তিনি কোচিং সেন্টার থেকে মামলার আলামত সিসি ক্যামেরার ডিকোডার এবং কম্পিউটারের সিপিইউ খুলে নিয়ে যান।
এর আগে কোচিং সেন্টারের পরিচালককে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় সমালোচনার ঝড় ওঠে। পরবর্তীতে রনি সাংগঠনিক পদ থেকে অব্যাহতি চেয়ে আবেদন করলে, তাকে সাধারণ সম্পাদকের পদ থেকে অব্যাহতি দেয়া হয়।
আজকের বাজার/আরজেড