চলছিল শুটিং। এই শুটিং সেটের মধ্যেই মেঝেতে ঘুমিয়ে পড়লেন কিং খান শাহরুখ। শুধু ঘুমই নয়, রীতিমত নাক ডেকে ঘুমুচ্ছিলেন তিনি। ‘জিরো’ ছবির শুটিংয়ের সেটে ঘটেছে এমন ঘটনা। শুটিং সেটে এমন কাণ্ডের কথা নিজেই টুইট করে জানালেন শাহরুখ খান।
টুইটে একটি ছবি পোস্ট করেছেন। তাতে দেখা যাচ্ছে, একটা ক্যান্টিনে ঘুমিয়ে পড়েছেন শাহরুখ। ক্যাটরিনা কাইফ হাতের ভঙ্গিতে দেখাচ্ছেন, শাহরুখের কাণ্ড।
শাহরুখ খানের এমন অবস্থা দেখে হাসছেন পরিচালক আনন্দ এল রাই। পাশেই ছবির চিত্র নাট্যকার হিমাংশু শর্মাও অপেক্ষায় রয়েছেন ছবির ফ্রেমে নায়কের ঘুম কখন ভাঙবে সেটি দেখার।
সঙ্গীরা এতটাই চনমনে এবং উদ্দীপক যে চোখ খুলে রাখাই দায়! ওদের সঙ্গে উচিত ব্যবহারই করেছি। দ্রুত আমায় ঘুম থেকে ডেকে তোলার জন্য, টুইটে লিখেছেন খান। সাথে আবার ছবি তোলার জন্য কৃতজ্ঞতা স্বীকার করেছেন ক্যাটরিনা কাইফের কাছে। তবে সেখানেও রয়েছে ব্যঙ্গ- ‘চিত্র সৌজন্য ক্যাটরিনা, আমার মিডিয়া ম্যানেজার !
শাহেদ/আরএম