লিওনেল মেসির সাম্প্রতিক মন্তব্যের সাথে দ্বিমত পোষন করে কোচ কিকে সেতিয়েন বলেছেন বার্সেলোনার এখনো চ্যাম্পিয়ন্স লিগ জেতার সব সুযোগই রয়েছে। বৃহস্পতিবার ঘরের মাঠে ওসাসুনার কাছে পরাজিত হয়ে রিয়াল মাদ্রিদের কাছে লা লিগার শিরোপা হাতছাড়া করেছে বার্সেলোনা। ঐ ম্যাচের পর হতাশ আর্জেন্টাইন সুপারস্টার মেসি বলেছিলেন এই দলটি ‘দূর্বল’, ‘অসঙ্গত’ ও তাদের মধ্যে ‘আকাঙ্খার অভাব’ রয়েছে।
মেসি আরো বলেছিলেন এখনই যদি দলে আমূল পরিবর্তন না আনা হয় তবে আগামী মাসে চ্যাম্পিয়ন্স লিগে নাপোলির কাছে তাদেরকে হারতে হবে। এই মন্তব্য কিছুটা হলেও কোচ সেতিয়েনকে উদ্দেশ্য করে বলা হয়েছে। কিন্তু মেসির এই ধারণা নিয়ে সেতিয়েন কোন সমস্যা দেখছেন না। এ সম্পর্কে সেতিয়েন বলেছেন, ‘না এখানে আমাদের মধ্যে কোন সমস্যা নেই। সত্যি কথা বলতে কি ঐ নির্দিষ্ট মুহূর্তে আমরা যে যাই বলি না কেন তা ভাল চোখে দেখা হবে না। কারন পুরো পরিস্থিতিতে ক্লাবের সকলেই হতাশ। আমি এটাকে খুব বেশী গুরুত্ব দিচ্ছিনা। এখানে একটি বিষয় গুরুত্বপূর্ণ যে আমাদের সকলের মধ্যে অন্তত এই অনুভূতিটা এসেছে যে সামনে আমাদের একটি অত্যন্ত বড় টুর্নামেন্ট অপেক্ষা করছে। সেখানে আমরা ফাইনাল খেলতে চাই ও শিরোপা জয় করতে চাই।’
শেষ ১৬’র দ্বিতীয় লেগের লড়াইয়ে ক্যাম্প ন্যুতে নাপোলিকে মোকাবেলা করবে বার্সেলোনা। প্রথম লেগের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল। এই ম্যাচে বিজয়ী দল কোয়ার্টার ফাইনালে ইন-ফর্ম বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে। সেতিয়েন বলেছেন, ‘আমাদের অবশ্যই কিছু কিছু জায়গায় উন্নতি করতে হবে। কিন্তু এখানে এটা বলার অবকাশ নেই যে সব কিছু শেষ হয়ে গেছে। তবে আমাদের অবশ্যই ধারাবাকিতা বজায় রাখতে হবে। এখনো চ্যাম্পিয়ন্স লিগে জয়ী হবার সব সম্ভাবনাই আমাদের রয়েছে।’
শুক্রবার খেলোয়াড়দের সাথে তার আলোচনা হয়েছে যেখানে কিছু বিষয়ে সকলেই একমত হয়েছে, আবার দ্বিমতও রয়েছে। তবে সকলেই একবাক্যে দলের উন্নতির পক্ষে কথা বলেছেন বলে সেতিয়েন জানিয়েছেন। পরিবর্তন কিভাবে আসবে সেই সমাধান বের করার চেষ্টা করা হয়েছে।
কিন্তু ইতোমধ্যেই সেতিয়েনের ভবিষ্যত নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। চ্যাম্পিয়নস লিগে ব্যর্থ হলে জানুয়ারির পর আরেকজন নতুন কোচের মুখ দেখবে কাতালান জায়ান্টরা। জানুয়ারিতে আর্নেস্টো ভালভার্দের স্থলাভিষিক্ত হয়েছিলেন সেতিয়েন। গত এক দশকে এই প্রথমবারের মত শিরোপাবিহীন মৌসুম শেষ করার দ্বারপ্রান্তে রয়েছে বার্সেলোনা। খবর-বাসস
আজকের বাজার/আখনূর রহমান