সেতুমন্ত্রীর আশ্বাসে চট্টগ্রামে পণ্য পরিবহনের কর্মবিরতি প্রত্যাহার

চট্টগ্রামে চলমান পণ্য পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের ৪৮ ঘণ্টার কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে। পাঁচ দফা দাবিতে গত রবিবার ভোর থেকে এ কর্মবিরতি শুরু করেন পরিবহন শ্রমিকরা। এর আগে শুক্রবার বিকালে সংগঠনের এক সভায় নেতারা এ কর্মসূচি ঘোষণা করেন।

৩০ অক্টোবর সোমবার রাজধানীর বিআরটিএ ভবনে পরিবহন মালিক ও শ্রমিকদের সঙ্গে বৈঠক করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সেই বৈঠক থেকে এই কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা আসে।

ধর্মঘট আহবানকারী তিনটি সংগঠন হচ্ছে চট্টগ্রাম প্রাইম মুভার ট্রেইলার শ্রমিক ইউনিয়ন, বাংলাদেশ কাভার্ড ভ্যানচালক শ্রমিক ইউনিয়ন এবং চট্টগ্রাম জেলা ট্যাংক-লরি শ্রমিক ইউনিয়ন। তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে ওভারলোড নিয়ন্ত্রণের নামে মহাসড়কে হয়রানি ও চাঁদাবাজি বন্ধ করা, কাভার্ড ভ্যান ও প্রাইম মুভারের সিটি করপোরেশনের বর্ধিত কর প্রত্যাহার, পুলিশি নির্যাতন ও চাঁদাবাজি বন্ধ করা, বিআরটিএ হেভি লাইসেন্স পদ্ধতি সহজ করা এবং বে-টার্মিনালের পাশে পণ্যবাহী গাড়ির জন্য আলাদা টার্মিনাল নির্মাণ করা।

আজকের বাজার:এলকে/এলকে ৩০ অক্টোবর ২০১৭