বঙ্গবন্ধু সেতুর ওপর যানবাহনের চাপ কমানো, যানজট হ্রাস ও উত্তরাঞ্চলের যাত্রী এবং গাড়ি দ্রুত পারাপারের সুবিধার্থে বাহাদুরাবাদ ও বালাসীঘাটের মধ্যে ফেরি চলাচল করবে। এ লক্ষ্যে আগামী ৩ মার্চ জামালপুরের বাহাদুরাবাদ এবং গাইবান্ধার বালাসীঘাট নির্মাণ ও ড্রেজিং কাজ উদ্বোধন করা হবে।
নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানের সভাপতিত্বে বুধবার সচিবালয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উন্নয়ন, আর্থিক ও প্রশাসনিক সভায় এসব তথ্য জানানো হয়।
সভায় বলা হয়, বিআইডব্লিউটিএ বিভিন্ন নদী বন্দরের তীরে ভূমিতে গড়ে উঠা অবৈধ স্থাপনাদি উচ্ছেদ কার্যক্রম অব্যাহত আছে। ২০১০ সালের এপ্রিল থেকে ২০১৭ সালের ডিসেম্বর পর্যন্ত ঢাকা ও নারায়ণগঞ্জ নদী বন্দরের তীরভূমিতে গড়ে উঠা ৭,৯১৯টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ৪৮০ দশমিক ০২ একর তীরভূমি উদ্ধার করা হয়েছে।
এ সময় অন্যদের মধ্যে মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. আবদুস সামাদ, বিআইডব্লিউটিএর সদস্য মো. নুরুল আমিন ও সদস্য মো. শহীদুল ইসলাম উপস্থিত ছিলেন।
আজকের বাজার: সালি / ০৭ ফেব্রুয়ারি ২০১৮