পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় এলাকার একটি সেনাক্যাম্পে আত্মঘাতী হামলা চালিয়েছে তালেবান। এ ঘটনায় সেনা কর্মকর্তাসহ অন্তত ১১ সেনা নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১৩ জন। সংবাদকর্মীদের কাছে পাঠানো এক বার্তায় এ ঘটনার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী পাকিস্তানি তালেবান ।
গতকাল শনিবার রাতে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় সোয়াত উপত্যকার সেনাক্যাম্পে এ হামলার ঘটনা ঘটে ।পাকিস্তানের আন্তবাহিনী জনসংযোগ বিভাগের এক বিবৃতিতে বলা হয়, হামলাকারীরা সেনাক্যাম্পের একটি মাঠে এ হামলা চালায়। নিহত সেনাদের মধ্যে একজন কর্মকর্তা আছেন বলেও জানানো হয় বিবৃতিতে।
আফগানিস্তানের সীমান্তবর্তী এই এলাকায় সাম্প্রতিক সময়ে সন্ত্রাসী তৎপরতা বেশ কমে গিয়েছিল। নিরাপত্তা বাহিনীর জোরদার তৎপরতার জন্যই এ পরিস্থিতির সৃষ্টি হয়।
আজকের বাজার:এসএস/৪ফেব্রুয়ারি ২০১৮