ছোট ভাই শেখ রাসেল বড় হয়ে সেনাবাহিনীতে যোগ দিতে চেয়েছিলো বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, শহিদ ক্যাপ্টেন শেখ কামাল ও শহিদ লেফটেন্যান্ট শেখ জামাল সেনাবাহিনীর সদস্য ছিলেন। তাই সেনাবাহিনীর কাছে আসলেই মনে হয় আমি আমার পরিবারের কাছেই এসেছি।
বৃহস্পতিবার সকালে নাটোরের কাদিরাবাদ সেনানিবাসে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের সেনাবাহিনীকে যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে আধুনিক ও যুগোপযুগী করে তোলার জন্য আওয়ামীলীগ সরকার অতীতে যেমন কাজ করেছে ভবিষ্যতেও সে সহায়তা অব্যাহত থাকবে।
মায়ানমারের বাস্তুহারা নাগরিকদের (রোহিঙ্গা) যারা আমাদের দেশে শরণার্থী হয়ে এসেছে তাদের ত্রাণ, পূণর্বাসনে আমাদের সেনারা গুরুত্ব পূর্ণ ভূমিকা রেখেছে। শরণার্থী শিবিরের আইন শৃংখলা পরিস্থিতিও আমাদের সেনারাই দেখছে।
সংবিধান ও সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ থেকে যেকোনো হুমকি মোকাবেলায় সেনাবহিনীর প্রতি আহবান জানান প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনব্যাপী সফরে আজ রাজশাহী গিয়েছেন। সফরকালে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের ষষ্ঠ কোরের পুনর্মিলনীতে যোগদান শেষে ২১টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ১২টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
বিকেলে রাজশাহী মহানগরীর মাদ্রাসা ময়দানে আওয়ামীলীগ আয়োজিত এক জনসভায় ভাষণ দেবেন।
আজকের বাজার : এমআর/আরএম/২২ ফেব্রুয়ারি ২০১৮