দীঘিনালা উপজেলার বড়াদম এলাকায় সেনাবাহিনীর সাথে ‘গোলাগুলিতে’ ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ-প্রসিত খিসা) তিন সদস্য নিহত হয়েছে।
সোমবার ভোরের এ ঘটনায় নিহতদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সন্ত্রাসীরা সেনা টহল দলকে লক্ষ্য করে গুলি ছুঁড়লে আত্মরক্ষার্থে সেনারাও গুলি ছুঁড়লে গোলাগুলির ঘটনা ঘটে।’
‘গোলাগুলির’ পরে ঘটনাস্থল থেকে সেনা সদস্যরা ‘সন্ত্রাসীদের’ গুলিবিদ্ধ তিনটি লাশ ও তিনটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে।
এদিকে যোগাযোগ করা হলে খাগড়াছড়ি পুলিশ সুপার মো. আহমার উজ্জামান জানান, তিনজন নিহত হওয়ার খবর শুনলেও বিস্তারিত কিছু জানাতে পারেননি তিনি।
আজকের বাজার/এমএইচ