একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) সেনাবাহিনী দ্বারা পরিচালনা করার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)।
শনিবার (১০ নভেম্বর) রাজধানীর আগারগাঁওস্থ নির্বাচন কমিশন ভবনে এক বৈঠক শেষে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ সাংবাদিকদের এ কথা জানান।
ইসি সচিব বলেন, ‘ জাতীয় নির্বাচনে যেসব কেন্দ্রে ইভিএম ব্যবহার করা হবে সেই কেন্দ্রগুলো সেনাবাহিনীর দ্বারা পরিচালনা করার আলোচনা করেছি। এটি আমাদের পরিকল্পনায় রয়েছে। কমিশন সিদ্ধান্ত নিলে এসব কেন্দ্রগুলো সেনাবাহিনী দ্বারা পরিচালনা করা হবে।’
আজকের বাজার/এমএইচ