করোনাভাইরাসের সংক্রমণ বিস্তার ঠেকাতে সেনাবাহিনীর কোয়ারেন্টাইন (সঙ্গনিরোধ) নিয়ন্ত্রণ কেন্দ্রের সঙ্গে এখন থেকে যেকোন প্রয়োজনে ০১৭৬৯০৪৫৭৩৯ নম্বরে যোগাযোগ করতে হবে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে এই নতুন এ নাম্বারের কথা জানানো হয়েছে।
আইএসপিআরের সহকারী পরিচালক রাশেদুল আলম খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘সেনাবাহিনী কর্তক কোয়ারেন্টিন নিয়ন্ত্রণ কেন্দ্রের যোগাযোগের জন্যে ইতোপূর্বে প্রদত্ত সকল নম্বরের পরিবর্তে শুধুমাত্র ০১৭৬৯০৪৫৭৩৯ নম্বরে যোগাযোগের জন্য অনুরোধ করা হলো।’
এরআগে সোমবার মন্ত্রিসভার বৈঠকে করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে সারাদেশে সশস্ত্রবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত হয়।
আজকের বাজার/শারমিন আক্তার