বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল আবু বেলাল মো. শফিউল হক ও প্রয়াত ঢাকা উত্তর সিটির মেয়র আনিসুক হকের বাবা শরিফুল হক মারা গেছেন।
বুধবার ২৪ জানুয়ারি বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৬ বছর।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক লে. কর্নেল রাশেদুল হাসান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা সিএমএইচে বার্ধক্যজনিত কারণে মারা যান শরিফুল হক। মরদেহ হাসপাতালেই আছে। দাফনসহ পরবর্তী কার্যক্রম পারিবারিক সিদ্ধান্তের পর জানা যাবে।
আজকের বাজার: এলকে/২৪ জানুয়ারি ২০১৮