বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদের সঙ্গে নেপাল সেনাবাহিনী প্রধান জেনারেল পুর্না চন্দ্র থাপা আজ মঙ্গলবার সেনাবাহিনী সদর দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সাক্ষাতকালে তারা পারস্পরিক কুশলাদি বিনিময় ছাড়াও দু’দেশের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান সুসম্পর্ক এবং দ্বিপাক্ষিক প্রশিক্ষণ ও পেশাগত বিভিন্ন সহায়তার বিষয়ে আলোচনা করেন। একই দিনে নেপাল সেনাবাহিনী প্রধান জেনারেল পুর্না চন্দ্র থাপা নৌ বাহিনী ও বিমান বাহিনী প্রধানের সাথেও সৌজন্য সাক্ষাৎ করেন।
উল্লেখ্য, সফরকারী প্রতিনিধিদল আজ ঢাকা সেনানিবাসে অবস্থিত সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) এবং মিরপুর সেনানিবাসে অবস্থিত ন্যাশনাল ডিফেন্স কলেজ ও ডিফেন্স সার্ভিস কমান্ড এন্ড স্টাফ কলেজ পরিদর্শন করেন।
আগামীকাল প্রতিনিধি দল গাজীপুরে অবস্থিত বাংলাদেশ অর্ডন্যান্স ফ্যাক্টরি ও বাংলাদেশ মেশিন টুলস্ ফ্যাক্টরি পরিদর্শন করবেন।
তারা গত ১২ জানুয়ারি ঢাকায় পৌছেছেন এবং আগামী ১৫ জানুয়ারি নিজ দেশে ফিরবেন বলে আইএসপিআর’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
আজকের বাজার/লুৎফর রহমান