রাশিয়া কৃষ্ণ সাগরে ইউক্রেনের সেনা বহনকারী চারটি নৌকা ধ্বংসের দাবি করেছে। এসব নৌকায় ৫০ সৈন্য ছিল। টেলিগ্রামে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, কৃষ্ণ সাগরে মস্কোর স্থানীয় সময় মধ্যরাতে (২১০০ জিএমটি) ইউক্রেনের দ্রুতগামী চারটি সামরিক নৌকা বিমানের সাহায্যে ধ্বংস করা হয়েছে। এসব নৌকায় ৫০ জন পর্যন্ত লোক ছিল।