স্থানীয় সরকার নির্বাচনে সেনা মোতায়ন হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমেদ।
দুপুরে নির্বাচন কমিশন ভবনে নির্বাচন কমিশন সচিব এ কথা বলেন।
এর আগে, বেলা ১১টায় নির্বাচন কমিশনের সঙ্গে দুই সিটির মেয়র নির্বাচনের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীর বৈঠকে বসে নির্বাচন কমিশন।
সচিব জানান, নির্বাচন অস্থিতিশীল হতে পারে এমন কোনো পরিস্থিতি তৈরি হয়নি। খুলনা ও গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেন গুজব না ছড়ায় সে বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে।
তিনি বলেন, নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করতে, প্রয়োজনীয় সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য উপস্থিত থাকবে । আর এসব কিছুই তদারকি করবে বিভাগীয় সমন্বয় কমিটি।
জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকারের বিভিন্ন নির্বাচনেও বিএনপি সেনা মোতায়েনের দাবি জানিয়ে আসছে। তবে স্থানীয় ভোটে সেনা মোতায়েন নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের অবস্থান এর বিপরীতে।
আজকের বাজার/আরজেড