সেনেগাল সরকার সে দেশের স্থানীয় নির্বাচন ফের স্থগিত করে দিয়েছে। চলতি মাসের শেষের দিকে এ নির্বাচন হওয়ার কথা ছিল। এনিয়ে তৃতীয় বারের মতো এ নির্বাচন পেছানো হলো। প্রাথমিকভাবে ২০১৯ সালে এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। খবর এএফপি’র।
বুধবার সরকারের এক বিবৃতিতে বলা হয়, দেশের বিভিন্ন পৌরসভা ও স্থানীয় জেলা পরিষদের ভোটের নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। মন্ত্রিপরিষদ নির্বাচন স্থগিত অনুমোদন করেছে।
প্রেসিডেন্ট ম্যাকি সল দেশের তীব্র রাজনৈতিক সংকট সমাধানের লক্ষ্যে ২০১৯ সালের মে মাসে ‘জাতীয় সংলাপ’ শুরু করেন। এ সংকটের সুরাহা না হওয়া পর্যন্ত স্থানীয় এসব নির্বাচন হচ্ছে না বলে ধারণা করা যাচ্ছে। এদিকে বিরোধী দলের একটি অংশ আলোচনা বর্জন করে। এ আলোচনা কবে নাগাদ শেষ হবে তা নির্ধারণ করা হয়নি।
সংলাপে অংশগ্রহণকারীরা নির্বাচনের তালিকা যাচাই করার বিষয়ে সম্মতি জানিয়েছে। তারা জানান, নির্বাচনের আগে ভোটিং প্রক্রিয়া পুনরায় পর্যালোচনা করা যেতে পারে।
পশ্চিম আফ্রিকার এ দেশে স্থানীয় প্রায় সকল পরিষদ সলের জোট নিয়ন্ত্রণ করে।