কক্সবাজারের সেন্টমার্টিনে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলারডুবির ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এতে ১৯ জনকে আসামি করা হয়েছে।
বুধবার সকালে পুলিশের পক্ষ থেকে টেকনাফ থানায় মামলাটি করা হয়। টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাস এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, ট্রলারডুবির ঘটনায় মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত আটক আটজনকে গ্রেফতার দেখানো হয়েছে। এ ঘটনায় পুলিশি অভিযান অব্যাহত আছে।
এর আগে সোমবার সন্ধ্যায় টেকনাফের মিঠাপানির ছড়া এলাকা থেকে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় ১৩৮ জন রোহিঙ্গাসহ ট্রলারটি ডুবে যায়। মঙ্গলবার উদ্ধার অভিযানে ১৫ জনের মরদেহ উদ্ধার করে কোস্টগার্ড।
এদিকে ট্রলারডুবির ঘটনায় উদ্ধার তৎপরতা এখনো চলছে। ওই ট্রলারে ১৩৮ জনের মতো লোক ছিল। হতাহতদের সবাই রোহিঙ্গা নাগরিক। নিখোঁজদের উদ্ধারে নৌবাহিনী ও কোস্টগার্ড যৌথভাবে কাজ করছে।
আজকের বাজার/এমএইচ