কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপের কাছে বঙ্গোপসাগরে মালেয়শিয়াগামী ট্রলারডুবির ঘটনায় আরো এক নারীর মরদেহ উদ্ধার করেছে কোস্ট গার্ড।
শনিবার সকালে ছেড়াদ্বীপের কাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ জনে।
কোস্ট গার্ডের সেন্টমার্টিন স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট নাঈম উল হক জানান, ছেড়াদ্বীপের কাছে ভাসতে দেখে মরদেহটি উদ্ধার করে সেন্টমার্টিনের জেটিতে আনা হয়েছে। এখন পর্যন্ত ওই নারীর পরিচয় জানা যায়নি।
সোমবার সন্ধ্যায় টেকনাফের বাহারছড়ার নোয়াখালী পাড়া থেকে মালয়েশিয়া যাওয়ার সময় ১৩৮ জন রোহিঙ্গাবাহী ট্রলারটি ডুবে যায়। ওই ঘটনায় ১৪ নারী ও তিন শিশুর মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া জীবিত উদ্ধার করা হয় ৭৩ জনকে।
আজকের বাজার/এমএইচ