বৈরী আবহাওয়ার কারণে কক্সবাজারের সেন্টমার্টিনে আটকে পড়া পর্যটকের মধ্যে ২৫০ জন ঝুঁকি নিয়ে ট্রলারে করে টেকনাফে ফিরেছেন।
রোববার ১০ ডিসেম্বর বেলা ১২টার দিকে পর্যটকেরা টেকনাফের কায়ুখখালী ঘাটে এসে পৌঁছান।
সেন্টমার্টিন বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ আলম জানান, গত শুক্রবার বৈরি আবহাওয়ার কারণে সেন্টমার্টিনে বেড়াতে আসা ৬০০ পর্যটক আটকে পড়েন। রোববার পাঁচটি ট্রলারে করে ২৫০ জন সেন্টমার্টিন থেকে টেকনাফে ফিরে এসেছেন। এদের মধ্যে ৪০ জন স্থানীয় অধিবাসী।
বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে গতকাল শনিবার দিনভর উপকূলীয় এলাকায় ভারী বৃষ্টি হয়। সাগর উত্তাল ছিল। এ কারণে কক্সবাজারে ৩ নম্বর সতর্কসংকেত জারি করা হয়।আর সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
আজকের বাজার:এলকে /এলকে ১০ ডিসেম্বর ২০১৭