কক্সবাজারের সেন্টমার্টিন পরিদর্শনে গেছেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম। দীর্ঘ ২১ বছর পর সেন্টমার্টিনে নতুন করে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি মোতায়েন এবং অস্থায়ীভাবে বিওপি প্রতিষ্ঠা উপলক্ষে মঙ্গলবার সেখানে যান তিনি।
এর আগে দ্বীপটিতে সীমান্ত নিরাপত্তার দায়িত্বে ছিল তৎকালীন বিডিআর। কিন্তু সীমান্ত নিরাপত্তার দায়িত্বে কোস্টগার্ড নিয়োজিত করা হলে বিজিবি সদস্যদের প্রত্যাহার করা হয়।
বিজিবির মহাপরিচালক বলেন, ‘সেন্টমার্টিন দ্বীপ বাংলাদেশের একটি অংশ। ভৌগোলিক অবস্থানগত কারণে সেন্টমার্টিন অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা। সেজন্য এখানে বিজিবি মোতায়েন করা হয়েছে। তবে দ্বীপে যে জনবল রয়েছে তা সীমান্তের নিরাপত্তার জন্য যথেষ্ট।’
তিনি আরও বলেন, ‘সীমান্ত রক্ষার পাশাপাশি মাদক পাচার রোধ, মানব পাচার রোধসহ অপরাধ দমনেও সফলতা আনবে বিজিবি।’
এর আগে মঙ্গলবার দুপুর দেড়টায় বিশেষ হেলিকপ্টারে করে তিনি সেন্টমার্টিন দ্বীপে অবতরণ করেন। এরপর সরাসরি সেন্টমার্টিনে বিজিবির অস্থায়ী বিওপি পরিদর্শন করেন। পরে বিওপির স্থায়ী কার্যালয় নির্মাণের জন্য তিনি নির্বাচিত জায়গা ঘুরে ঘুরে দেখেন।
সে সময় বিজিবির ঊর্দ্ধতন কর্মকর্তাদের নতুন স্থাপনা নির্মাণ সংক্রান্ত বিশেষ নির্দেশনা প্রদান করেন তিনি। এরপর বেলা আড়াইটার দিকে হেলিকপ্টারে করে দ্বীপ ত্যাগ করেন তিনি।
আজকের বাজার/এমএইচ