সেন্সরে শাকিব-বুবলীর নতুন ছবি

ঈদে শাকিব খান অভিনীত ছবি মুক্তির অপেক্ষায় ‘চিটাগাংইয়া পোয়া নোয়াখাইল্লা মাইয়া’। এই ছবিতে শাকিবের বিপরীতে অভিনয় করেছেন বুবলী। ছবির কাজ শেষ হয়েছে বলে জানা যায়। ঈদে ছবিটি মুক্তি দেওয়ার লক্ষ্যেই এগিয়ে যাচ্ছে ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান।

প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া প্রতিষ্ঠানটির কর্ণধার সেলিম খান জানান, আগামীকাল বৃহস্পতিবার সেন্সর বোর্ডে জমা দেওয়া হবে।

সেলিম খান আরো বলেন,‘‘ঈদে ছবিটি মুক্তি দেওয়ার জন্য আমরা সার্বিক ভাবেই প্রস্তুত। আগামীকাল সেন্সরে জমা দিচ্ছি ‘চিটাগাংইয়া পোয়া নোয়াখাইল্লা মাইয়া’। আশা করছি খুব অল্প সময়ের মধ্যেই সেন্সর মিলবে।’’

ছবিটিতে দেখা যাবে চিত্রনায়ক শাকিব খান চট্টগ্রামের ছেলে আর চিত্রনায়িকা বুবলী নোয়াখালীর মেয়ে। মজার ব্যাপার হল বুবলী বাস্তবেই নোয়াখালীর মেয়ে। তার মা-বাবা দুজনই নোয়াখালীর বেগমগঞ্জের বাসিন্দা। ছবিটি পরিচালনা করেছেন উত্তম আকাশ।

আজকের বাজার/আরআইএস