পশ্চিমতীরের হেবরনের কাছে একটি গ্রামে শনিবার পুরাতন সেপটিক ট্যাঙ্ক ধসে একই পরিবারের ৫ জন ও অপর ১ জনের মৃত্যু হয়েছে। ফিলিস্তিনের পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা এ কথা জানায়।
বাবা ও তার ছেলে একটি সেপটিক ট্যাঙ্কের জন্য খনন করছিল, এ সময় পাশের পুরাতন সেপটিক ট্যাঙ্ক ধসে পড়ে, এতে তারা উভয়ই তলিয়ে যায়। প্রত্যক্ষদর্শী দিয়ার আল-আসল এ কথা বলেন।
তাদের উদ্ধারের জন্য অপর তিন ভাই এবং অন্য এক তরুণ চেষ্টা চালাতে গিয়ে তারাও মারা যায়।
পুলিশের এক মুখপাত্র এএফপিকে বলেন, তাদের বয়স ১৬ থেকে ৫০ বছর ।