সেপ্টেম্বরে উৎপাদনে ফিরছে না এমারেল্ড ওয়েল

পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য খাতের কোম্পানি এমারেল্ড অয়েল সেপ্টেম্বরের শুরুতে উৎপাদন শুরু করতে পারবে না। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, লকডাউনের কারণে দীর্ঘদিন অফিস বন্ধ থাকায় কোম্পানিটির লাইসেন্স নবায়ন করতে পারে নি। যার কারণে উৎপাদনে যাচ্ছে না কোম্পানিটি। এছাড়াও ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের লেনদেনের সময় পরিবর্তন হওয়ায় প্রতিষ্ঠানটির শেয়ার লেনদেনেও দেরি হয়েছে।েএ সব সমস্যার সমাধানের জন্য এমারেল্ড ওয়েলের আরও সময় দরকার। তাই কোম্পানির পরিচালনা পর্ষদ সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি এখনও ১ সেপ্টেম্বর থেকে উৎপাদন শুরুর অবস্থায় ফেরেনি। সমস্যা সমাধানের পর কোম্পানিটি উৎপাদনের তারিখ পরবর্তীতে জানানো হবে।