সেপ্টেম্বরে বিদেশি বিনিয়োগ বেড়েছে

চলতি বছরের সেপ্টেম্বর মাসে পুঁজিবাজারে বিদেশি পোর্টফোলিওতে লেনদেনের পরিমাণ বেড়েছে। গত ‌আগস্ট মাসের চেয়ে যা ১৩.৬৭ শতাংশ বেশি।

আলোচ্য মাসে বিদেশি পোর্টফোলিওতে লেনদেন হয়েছে ৯৪৬ কোটি ৫৬ লাখ টাকা। গত আগস্ট মাসে যার পরিমাণ ছিল ৮৩২ কোটি ৭৪ লাখ টাকা।

ডিএসই সূত্রে জানা গেছে, সেপ্টেম্বর মাসে বিদেশি পোর্টফোলিওগুলোতে মোট শেয়ার ক্রয় হয়েছে ৫৬০ কোটি ৫১ লাখ টাকা। যা আগস্ট মাসে ছিল ৪৩২ কোটি ২২ লাখ টাকা।

আর আলোচ্য মাসে বিদেশি পোর্টফোলিওগুলোতে মোট শেয়ার বিক্রির পরিমাণ ছিল ৩৮৬ কোটি ৫ লাখ টাকা। আগস্ট মাসে এর পরিমাণ ছিল ৪০০ কোটি ৫২ লাখ টাকা।

সেপ্টেম্বর মাসে নিট অবস্থান গত মাসের চেয়ে বেড়েছে ১৪২ কোটি ৭৬ লাখ টাকা বা ৪৫০ কোটি ৩৬ শতাংশ।

আজকের বাজার:এলকে/এলকে ৩ অক্টোবর ২০১৭