আগামী সেপ্টেম্বর মাসের মাঝামাঝি ৪০ তম বিসিএসের জন্য আবেদন আহ্ববান করা হবে। এটি হবে সাধারণ (বিসিএস)। আজ বৃহস্পতিবার বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (পিএসসি) এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পিএসসি সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র জানিয়েছে, ৪০তম বিসিএস সাধারণ বিসিএস হওয়ায় এর মাধ্যমে বিভিন্ন মন্ত্রণালয়ের জন্য প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা নিয়োগ করা হবে। এই বিসিএস থেকে প্রায় ২ হাজার ক্যাডার নিয়োগের জন্য প্রার্থী বাছাই করা হবে। ইতোমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো পিএসসিতে তাদের চাহিদাপত্র পাঠিয়ে দিয়েছে। সে অনুসারে প্রস্তুতি নিচ্ছে পিএসসি।
জানা গেছে, ৪০তম বিসিএস পরীক্ষার মাধ্যমে প্রশাসন ক্যাডারের জন্য ২০০ জন, পুলিশে ৭৫ জন, পররাষ্ট্রে ২৫, ইকোনমিক ক্যাডারে ৪৫, কাস্টমস ক্যাডারে ৩২ জন , কর ক্যাডারে ২৪ জন, অডিটে ২২, শিক্ষায় ২০০, আনসারে ১২ জন ক্যাডার নিয়োগ করা হবে।
তবে কবে নাগাদ ৪০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে সে বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি আজকের সভায়।