সদর উপজেলার পাহাড়পুর পূর্বপাড়ায় নবনির্মিত ল্যাট্রিনের সেফটি ট্যাংকির শার্টারিং খুলতে নেমে ১ যুবকের মৃত্যু ও ২ জন আহত হয়েছেন।
স্থানীয় প্রত্যক্ষদর্শী গ্রামবাসীরা জানিয়েছেন, ওই গ্রামের মৃত জিয়ার উদ্দিনের পুত্র আজাহার আলীর বাড়ির একটি ল্যাট্রিনে। আজ সকালে তার ভাই আশরাফুল ইসলাম (৩৬) ল্যাট্রিনের ছাদের শার্টারিং খুলতে ভিতরে প্রবেশ করে। কিছুক্ষণ পর তার কোন সাড়া শব্দ না পেয়ে স্বজনরা শঙ্কিত হয়ে পড়েন। পরবর্তীতে প্রতিবেশী গোলাম মোস্তফার পুত্র ভুট্টো (২৩) ট্যাংকির ভিতরে প্রবেশ করে। তারও কোন সাড়া শব্দ না পেয়ে অবশেষে ভুট্টোর পিতা গোলাম মোস্তফা (৫৫) ভিতরে প্রবেশ করে। তাদের কারও স্রাা শব্দ না পেয়ে স্থানীয় গ্রামবাসীরা সেখানে জড়ো হয়ে বিশেষ কায়দার তাদের ট্যাংকির ভিতর থেকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করেন।
তাদের সাথে সাথে নওগাঁ সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় ভুট্টো মারা যায়।
আশঙ্কাজনক অবস্থায় অসুস্থ্য গোলাম মোস্তফা এবং আশরাফুল ইসলামকে বগুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।