‘মুজিব বর্ষ সেবা বর্ষ’ স্লোগানে গ্রাহক সেবার মান বাড়াতে নাটোরে উঠান বৈঠক করেছে নাটোর ও রাজশাহী জেলার ছয়টি উপজেলার চার লক্ষাধিক গ্রাহকের নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১। বুধবার রাত আটটায় দিঘাপতিয়া বাজার প্রাঙ্গনে আয়োজিত এ বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুল এমপি।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শিমুল বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব সকল গ্রামে বিদ্যুৎ সরবরাহের কথা ভাবতেন। আমাদের সংবিধানের ১৬ অনুচ্ছেদে নগর ও গ্রামের জীবনযাগ্রার মান বৈষম্য দূর করতে বিদ্যুতায়নের কথা বলা হয়েছে। জনগণের সাংবিধানিক এ অধিকার বাস্তবায়নে বর্তমান সরকার দৃঢ় প্রতিজ্ঞ। ইতোমধ্যে নাটোরসহ দেশের ৩৫৩টি উপজেলা শতভাগ বিদ্যুতায়নের আওতায় এসেছে। অবশিষ্ট ১০৮টি উপজেলা খুব দ্রুত শতভাগ বিদ্যুতায়নের আওতায় আসবে। জননেত্রী শেখ হাসিনার দূরদর্শী পরিকল্পনায় দেশে বিদ্যুতের চাহিদা পূরণ করা গেছে। এ নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের মধ্য দিয়ে আমরা বাস্তবায়ন করতে পারবো-‘আমার গ্রাম-আমার শহর’ কর্মসূচী। আর এভাবে গ্রামগুলোতে অর্থনৈতিক কর্মকান্ড জোরদার করার মধ্য দিয়ে আমরা পোঁছে যাব সমৃদ্ধ বাংলাদেশের গন্তব্যে।
উঠান বেঠকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত থেকে সমিতির বিভিন্ন পর্যায়ের গ্রাহকদের বক্তব্য শোনেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অবঃ) মোঃ মঈনুদ্দীন। বোর্ড চেয়ারম্যান বলেন, গত অর্থ বছরে পল্লী বিদ্যুতায়ন বোর্ড সরকারের দেয়া ১০ হাজার কোটি টাকার উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করেছে। গ্রাহক পর্যায়ে ৫০ কিলোওয়াট পর্যন্ত বিদ্যুৎ সরবরাহে দেশের ৮০টি সমিতি ফ্রি ট্রান্সফর্মার সরবরাহ করছে। এভাবে আমরা উদ্যোক্তাদের উৎসাহিত করছি। তাদের জন্যে আরো সুযোগ সৃষ্টি করে দেওয়া হবে। সমিতির গ্রাহকরা আমাদের উত্তম বন্ধু আর আমরা হবো উত্তম সেবক।
উঠান বৈঠকে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আশরাফুল ইসলাম, নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর মহাব্যবস্থাপক মোঃ সোহরাব হোসেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট সিরাজুল ইসলাম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মর্তুজা আলী বাবলু এবং উপকারভোগীদের মধ্যে ব্যবসায়ী রেকাত আলী, মহিলা উদ্যোক্তা তহমিনা আবেদীন, সেচ গ্রাহক নুরুল হক সরকার, শিক্ষক তাপসী রানী ও শিক্ষার্থী বুশরা। দিঘাপতিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার ওমর শরীফ চৌহান সভা প্রধানের দায়িত্ব পালন করেন।
আজকের বাজার/লুৎফর রহমান