অবশেষে স্প্যানিশ লা লিগায় গোল পেলেন লিওনেল মেসি। জালের দেখা পেলেন লুইস সুয়ারেজ, উসমানে ডেম্বেলে ও আর্তুরো ভিদাল। তাতে সেভিয়াকে ৪-০ গোলে বিধ্বস্ত করল বার্সেলোনা। এ নিয়ে লিগে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে এসেছে তারা।
রোববার রাতে ঘরের মাঠ ন্যু ক্যাম্পে শুরুটা দারুণ করে বার্সা। যদিও সাফল্য পেতে একটু বিলম্ব হয়। ২৭ মিনিটে সুয়ারেজের দুর্দান্ত গোলে এগিয়ে যায় তারা। নেলসন সেমেদোর দারুণ ক্রসে বাঁ পায়ের বাইসাইকেল কিকে জাল খুঁজে নেন তিনি।
এগিয়ে গিয়ে আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠেন কাতালানরা। ফলে ব্যবধান বাড়তেও সময় লাগেনি। ৩২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মৌসুমে প্রথমবারের মতো শুরুর একাদশে জায়গা পাওয়া ভিদাল। আর্থারের চমৎকার ক্রসে দারুণ স্লাইডে ঠিকানায় বল পাঠান তিনি।
২ মিনিট পর স্কোরলাইন ৩-০ করেন ডেম্বেলে। আর্থারের বল পেয়ে গতি আর পায়ের কারিকুরিতে ডিফেন্ডারদের ফাঁকি দিয়ে বাঁ পায়ের কোনাকুনি শটে নিশানাভেদ করেন ফরাসি ফরোয়ার্ড। কার্যত এখানেই জয় নিশ্চিত হয়ে যায় স্বাগতিকদের।
বিরতির পর মাঠে নেমে ঝটিকা আক্রমণ দাগায় সেভিয়া। গোলও পেতে পারত তারা। তবে ডি ইয়ংয়ের কোনাকুনি শট বার্সার গোল পোস্টে লেগে ফিরে আসে। খানিক বাদেই অতিথিদের আক্রমণের ঝাপটা সামলে ওঠেন আর্নেস্তো ভালভার্দের শিষ্যরা।
এবার জালে বল জড়ান চোট থেকে ফিরে মাঠে দুর্দান্ত খেলতে থাকা আর্জেন্টাইন সুপারস্টার মেসি। ৭৮ মিনিটে দারুণ এক ফ্রি কিকে গোলখরা কাটান তিনি। ক্যারিয়ারে কখনও এতটা সময় গোলের জন্য অপেক্ষা করতে হয়নি ছোট ম্যাজিসিয়ানকে।
৮৭ মিনিটে জোড়া ধাক্কা খায় বার্সেলোনা। হাভিয়ের এর্নানদেসকে ফাউল করে লাল কার্ড দেখেন অভিষিক্ত রক্ষণসেনা রোনাল্দ আরায়ো। দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ডেম্বেলে। বড় জয়ের সঙ্গে এ হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের।
এ জয়ে ৮ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে বার্সা। ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ। ৮ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে তৃতীয় অ্যাটলেটিকো মাদ্রিদ।
আজকের বাজার/লুৎফর রহমান