আগের দিনই চূড়ান্ত হয়েছিল বিশ্বকাপের সেমিফাইনালের চার দল। শনিবার ঠিক হয়ে গেল সেমিফাইনালের লাইনআপও।
টুর্নামেন্টের অনেকটা সময়জুড়েই পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা অস্ট্রেলিয়া প্রথম পর্বের শেষ দিনে হারিয়েছে রাজত্ব। মাত্র একটি ম্যাচ হেরে সর্বোচ্চ ১৫ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে আছে ভারত।
আগামী ৯ জুলাই থেকে ওল্ড ট্র্যাফোর্ডে শুরু হবে সেমিফাইনালের লড়াই।
প্রথম সেমিফাইনালে ওল্ড ট্র্যাফোর্ড ক্রিকেট গ্রাউন্ডে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা ভারত খেলতে নামবে টেবিলের চারে থাকা নিউজিল্যান্ডের সাথে।
দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও স্বাগতিক ইংল্যান্ড। এজবাস্টনে আগামী ১১ জুলাই দুদল নামবে ফাইনালে যাওয়ার লড়াইয়ে।
দুটো খেলাই শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়।
১৪ জুলাই লর্ডসে হবে এবারের আসরের ফাইনাল।
আজকের বাজার/লুৎফর