এফএ কাপের দ্বিতীয় সেমিফাইনালে রাতে লড়াইয়ে নামবে চেলসি ও সাউদাম্পটন।
ওয়েম্বলি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে রাত আটটায়।
তিন ম্যাচের নিষেধাজ্ঞা থাকায় খেলতে পারছেননা চেলসি ডিফেন্ডার মার্কো অ্যালানসো। গেলো ম্যাচে বার্নলির বিপক্ষে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামলেও ওয়েম্বলিতে মূল একাদশে খেলতে পারেন উইলিয়ান ও এইডেন হ্যাজার্ড। চেলসি বস আন্তোনিও কন্তের লক্ষ্য স্ট্রং টিম হিসেবেই মৌসুম শেষ করা।
ইপিএলে সেরা পাঁচে রয়েছে ব্লুজরা। সে তুলনায় সুবিধাজনক অবস্থানে নেই সাউদাম্পটন। টেবিলের তলানিতে রয়েছে মার্ক হিউজেসের ছেলেরা। দুদলের সবশেষ সাতবারের দেখায় পাঁচ ম্যাচে জয় চেলসির, এক জয় সাউদাম্পটনের, বাকি এক ম্যাচ শেষ হয় ড্রতে।
আজকের বাজার/আরজেড