পুরুষদের ভলিবলে বাংলাদেশের ফাইনালে খেলার স্বপ্ন ভেস্তে গেছে। আজ নেপালের রাজধানী কাঠমান্ডুর কোবার্ড হলে ত্রয়োদশ এসএ গেমসে সেমি-ফাইনালে পাকিস্তানের কাছে ০-৩ সেটে হেরে গেছে বাংলাদেশ পুরুষ ভলিবল দল।
সেমিফাইনালের ম্যাচে পাকিস্তান ২৫-১৫, ২৫-২১ ও ২৬-২৪ পয়েন্টে বাংলাদেশকে হারিয়ে প্রতিযোগিতার ফাইনাল নিশ্চিত করেছে।
এদিকে অপর সেমি-ফাইনালে ভারত( ২৭-২৫, ২৫-১৯ ও ২৫-২১ পয়েন্টে) ৩-০ সেটে শ্রীলংকাকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে। একই ভেন্যুতে আগামী ৩ ডিসেম্বর ফাইনালে পরস্পরের মোকাবেলা করবে চির প্রতিদ্বন্দ্বি ভারত ও পাকিস্তান। খবর-বাসস
আজকের বাজার/আখনূর রহমান