আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ বাছাইপর্বের সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ দল। গত রাতে গ্রুপ ‘এ’তে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে স্বাগতিক স্কটল্যান্ডের বিপক্ষে বৃষ্টি আইনে ১৩ রানে জয় পায় বাংলাদেশের মেয়েরা। নিজেদের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রকে ৮ উইকেটে ও দ্বিতীয় ম্যাচে পাপুয়া নিউগিনিকে বৃষ্টি আইনে ৬ রানে হারিয়েছিলো বাংলাদেশ।
স্কটল্যান্ডের ডান্ডিতে প্রথমে ব্যাট করে ১৭ ওভারে ৪ উইকেটে ১০৪ রান করে বাংলাদেশ। এরপর বৃষ্টির কারনে সেখানেই শেষ হয়ে যায় বাংলাদেশের ইনিংস। দলের পক্ষে নিগার সুলতানা ৩৫, মুরশিদা খাতুন ২৬ ও ফারজানা হক ২৩ রান করেন।
বৃষ্টি আইনে ম্যাচ জয়ের জন্য ৮ ওভারে ৬৩ রানের লক্ষ্য পায় স্কটল্যান্ড। কিন্তু ৮ ওভারে ৬ উইকেটে ৪৯ রানের বেশি করতে পারেনি স্কটিশরা। ফলে গ্রুপ পর্বে সবগুলো ম্যাচই জিতে নেয় বাংলাদেশ। ৩ খেলায় পুর্ন ৬ পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ।
আগামীকাল প্রথম সেমিফাইনালে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। ৩ খেলায় ৪ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপ রানার্স-আপ হয় আয়ারল্যান্ড।
আজকের বাজার/লুৎফর রহমান