মশুমের শেষ গ্র্যান্ড স্ল্যাম থেকে রজার ফেদেরার ও নোভাক জকোভিচ বিদায় নিলেও সেমিফাইনালে পৌঁছলেন রাফায়েল নাদাল৷
ফাইনালে ওঠার লড়াইয়ে নাদালের প্রতিদ্বন্দ্বী মাতেও বেরেত্তিনি৷
বৃহস্পতিবার আর্থার অ্যাশ স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালে দিয়েগো সোয়ার্ৎম্যানকে স্ট্রেট গেমে (৬-৪,৭-৫,৬-২) হারিয়ে শেষ চারে ওঠেন তিনবারের ফ্লাশিং মেডো চ্যাম্পিয়ন স্প্যানিশ তারকা৷ তবে ৩৩তম গ্র্যান্ড স্ল্যাম সেমিফাইনালে ওঠার পথে যথেষ্ট ঘাম ঝড়াতে হয় রাফাকে৷ প্রথম দু’টি দারুণ লড়াই করেন সোয়ার্ৎম্যান, দ্বিতীয় সেট গড়ায় টাইব্রেকারে৷
আজকের বাজার/লুৎফর রহমান