চ্যাম্পিয়নস লিগে জুভেন্টাসকে ৪-৩ ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে রিয়াল মাদ্রিদ।
নিজেদের মাঠে প্রথম থেকে আক্রমনে ছিল জুভেন্টাস।প্রথমার্ধের দুই গোলের পর দ্বিতীয়ার্ধেও এক গোল দিয়েছিল জুভেন্টাস। তবুও শেষ রক্ষা পায়নি জুভেন্টাস।
চ্যাম্পিয়নস লিগে টানা ১১ ম্যাচে গোল করলেন রোনালদো। ম্যাচের অতিরিক্ত সময়ে রোনালদোর পেনাল্টি গোলে স্কোরটা ৩-১ হলো। আর তাতেই দুই লেগ মিলিয়ে ৪-৩ ব্যবধানে জিতে জুভেন্টাসকে টপকে সেমিফাইনালে চলে গেল রিয়াল।
জুভেন্টাসের বিপক্ষে পেনাল্টির সিদ্ধান্তের প্রতিবাদ কড়া ভাষায় করায় লাল কার্ড দেখেছেন জিয়ানলুইজি বুফন।
আজকের বাজার/আরজেড