মাত্র ৪৪ মিনিটের নির্মম আক্রমণেই ধরাশায়ী বিপক্ষ। চীনের ওয়াং কিয়াংকে ৬–১, ৬–০ গেমে উড়িয়ে দিয়ে ইউএস ওপেনের সেমিফাইনালে পৌঁছে গেলেন সেরেনা উইলিয়ামস। সেই সঙ্গে ইউএস ওপেনে ম্যাচ জয়ের সেঞ্চুরিও হয়ে গেল তাঁর।
ফ্লাশিং মিডোয় শততম ম্যাচ জেতা নিয়ে সেরেনা বলেন, ‘আক্ষরিক অর্থেই এটা অবিশ্বাস্য। সেই ১৬ বছর বয়সে এখানে শুরু করেছিলাম। কখনও মনে হয়নি ১০০ ম্যাচ জিতব।’ আরও একটি ম্যাচ জিতলেই ইউএস ওপেনে সবথেকে বেশি ম্যাচ জেতা ক্রিস এভার্টের রেকর্ড ছোঁবেন তিনি। রয়েছে আরেক কিংবদন্তি মার্গারেট কোর্টকে ছোঁয়ার হাতছানিও। এবার চ্যাম্পিয়ন হলে কোর্টের ২৪টি গ্র্যান্ড স্লাম জয়ের বিশ্বরেকর্ড স্পর্শ করবেন সেরেনা।
এবারের ইউএস ওপেনে এই ম্যাচের আগে পর্যন্ত একটিও সেট হারাননি ওয়াং। হারিয়েছেন ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন অ্যাশলে বার্টিকে। কিন্তু আর্থার অ্যাশ স্টেডিয়ামে মঙ্গলবার সেরেনাকে থামানোর কোনও শক্তিই ছিল না তাঁর। ওয়াং পরে বলেন,
‘সেরেনার বিরুদ্ধে খেলা সহজ নয়।’ আর সেরেনা বলেন, ‘ভাল প্রতিপক্ষের বিরুদ্ধে খেলা মানে হয় নিজেকে অন্য উচ্চতায় নিয়ে যেতে হবে, নইলে বাড়ি ফিরে যেতে হবে। আমি এখনই বাড়ি ফেরার জন্য তৈরি নই।’ সেমিফাইনালে সেরেনার সামনে পঞ্চম বাছাই ইউক্রেনের এলিনা সিতোলিনা।
আজকের বাজার/লুৎফর রহমান