মঙ্গলবার ম্যাঞ্চেস্টারে ভারত নিউ জিল্যান্ডের মহারণ। বিশ্বকাপের প্রথম সেমি-ফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি ইন্ডিয়া। গ্রুপ পর্বে দুই দলের লড়াই বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল।
মঙ্গলবার ম্যাচের দিন এবং বুধবার রিজার্ভ ডে-তেও যদি বৃষ্টি হয় এবং ম্যাচ ভেস্তে যায় তাহলে বিশ্বকাপের ফাইনালে চলে যাবে ইন্ডিয়া।
কোন সেমি-ফাইনাল বৃষ্টির জন্য পরিত্যক্ত হলে গ্রুপ লিগে যে দলের পয়েন্ট বেশি ছিল, তারা ফাইনালে চলে যাবে। এই নিয়মে ভারত-নিউজিল্যান্ড সেমি-ফাইনাল পরিত্যক্ত হলে ফাইনালে চলে যাবে ভারত। অন্যদিকে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ম্যাচ ভেস্তে গেলে ফাইনালে যাবে অস্ট্রেলিয়া।
আজকের বাজার/লুৎফর