সেরা অ্যানিমেটেড ছবি ‘কোকো’

অস্কারের ৯০তম আসরের সবচেয়ে আলোচিত ও দর্শকপ্রিয় অ্যানিমেটেড ছবি ‘কোকো’। নমিনেশনের পর থেকেই সকলে আশা করেছিলো ছবিটি অস্কার পাওয়ার যোগ্য। আর সেটাই হলো। ‘কোকো’ই অস্কার জিতলো।

ওয়াল্ট ডিজনি পিকচার্স ও পিক্সার অ্যানিমেশন স্টুডিওর ছবিটি পরিচালনা করেছেন লি আঙ্করিচ ও আদ্রিয়ান মলিনা।

অ্যামি অ্যাওয়ার্ডসের ৪৫তম আসরে সেরা ছবি-সহ সর্বাধিক পুরস্কার জিতে অস্কারজয়ের দৌড়ে এগিয়ে ছিলো ‘কোকো’। এর আগে গোল্ডেন গ্লোব, বাফটা, ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডস ও প্রডিউচার্স গিল্ড অব আমেরিকা অ্যাওয়ার্ডসে সেরা অ্যানিমেটেড ছবির সম্মান পেয়েছে ‘কোকো’।

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে হলিউড অ্যান্ড হাইল্যান্ড সেন্টারের ডলবি থিয়েটারে বাংলাদেশ সময় আজ ৫ মার্চ ভোরে বসেছে ৯০তম একাডেমি অ্যাওয়ার্ডের আসর। গতবারের মতো এবারের আসরও উপস্থাপনা করছেন জিমি কিমেল।

আজকেরবাজার/এইচজে