সেরা উদীয়মান খেলোয়ড় জুভেন্টাসের ডি লিট

সোমবার রাতে প্যারিসে জমকোলো আয়োজনের মধ্য দিয়ে ঘোষিত হলো ২০১৯ সেরা ফুটবলারের পুরস্কার। সেখানে রেকর্ড ষষ্ঠবারের মতো ফিফা ব্যালন ডি’অর জিতে নিলেন বার্সেলোনার লিওনেল মেসি।

নুষ্ঠানে সেরা উদীয়মান তারকার পুরস্কার কোপা ট্রফি জিতেছেন জুভেন্টাসের রক্ষণভাগের খেলোয়াড় ম্যাথিয়াস ডি লিট। গতবছরই এই পুরস্কার চালু করা হয়। প্রথমবার এই পুরস্কার জেতেন প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে।

বিশ্বের সেরা অনূর্ধ্ব-২১ ফুটবলারকে দেয়া হয় কোপা ট্রফি।

এ বছরের সেরা দশের তালিকায় ছিলেন ডাচ ফুটবলার ডি লিট। চূড়ান্ত বাছাইয়ে তিনি সতীর্থ জোয়াও ফেলিক্স ও বরুশিয়া ডর্টমুন্ডের জ্যাদোন সানচোকে হারিয়ে সেরার মুকুট পরেন।

আয়াক্স থেকে এ মৌসুমে জুভেন্টাসে যোগ দেন ডি লিট।