ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ব্যাংকিং খাতে ২০১৮-২০১৯ করবর্ষে সর্বোচ্চ করদাতা হিসেবে পুরস্কৃত হয়েছে। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, এফসিএ, এমপির নিকট থেকে ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী ১৪ নভেম্বর ২০১৯ বৃহস্পতিবার হোটেল রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে ‘ট্যাক্স কার্ড ও সম্মাননা প্রদান’ অনুষ্ঠানে ক্রেস্ট ও ট্যাক্স কার্ড গ্রহণ করেন। এসময় প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া, এনডিসি এবং ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর ও কোম্পানি সচিব জে.কিউ.এম হাবিবুল্লাহ, এফসিএসসহ অর্থ মন্ত্রনালয়, এনবিআর ও বিভিন্ন প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।