সেরা কোচ জার্গেন ক্লপ

পেপ গার্দিওলা ও মরিসিও পোচেত্তিনোকে পিছনে ফেলে ২০১৯ ফিফা বর্ষসেরা কোচের পুরস্কার জিতে নিয়েছেন জার্গেন ক্লপ।
মিলানে অনুষ্ঠিত আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে লিভারপুলের ম্যানেজার ক্লপের হাতে বর্ষসেরার পুরস্কার তুলে দেয়া হয়। গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতার কারনেই বর্ষসেরার এই খেতাব লাভ করেছেন ক্লপ।

গত ১ জুন মাদ্রিদে অনুষ্ঠিত ফাইনালে পোচেত্তিনোর টটেনহ্যামকে ২-০ গোলে পরাজিত করে ষষ্ঠবারের মত ইউরোপের শ্রেষ্ঠত্ব অর্জন করে অল রেডসরা। একইসাথে ১৯৯০ সালে পর মাত্র এক পয়েন্টের ব্যবধানে ম্যানচেস্টার সিটিকে পিছনে ফেলে ঘরোয়া লিগের শিরোপাটা জেতা হয়নি লিভারপুলের। প্রিমিয়ার লিগের ইতিহাসে সর্বোচ্চ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান লাভ করে লিভারপুল।
চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে প্রথমবারের মত স্পারসদের ফাইনালে পৌঁছে দেয়া কোচ পোচেত্তিনো ও ইংলিশ ঘরোয় আসরে সিটির হয়ে ট্রেবল জয় করা গার্দিওলাকে পিছনে ফেলে ক্লপ বর্ষসেরার পুরস্কার ছিনিয়ে নিয়েছেন।

রাশিয়া বিশ্বকাপে ফ্রান্সকে শিরোপা উপহার দেয়া কোচ দিদিয়ের দেশ্যম গত বছর এই পুরস্কার জয় করেছিলেন।

আজকের বাজার/লুৎফর রহমান