কনকাকাফ অঞ্চলের সেরা (পুরুষ) খেলোয়াড় নির্বাচিত হয়েছেন কেইলর নাভাস। কোস্টারিকা আর রিয়েল মাদ্রিদের এই তারকা গোলরক্ষক দ্বিতীয়বারের মত জিতলেন নিজ মহাদেশীয় সেরার পুরস্কার। নাভাস ছাড়াও সেরা মহিলা খেলোয়াড়ের পুরস্কার জিতে নিয়েছেন আমেরিকার এলেক্স মর্গান।
কেইলর নাভাস ২০১৪ সালেও জিতেছিলেন এই পুরস্কার। চলতি বছর রিয়েলের হয়ে তিনি জিতেছেন পাঁচটি শিরোপা। এছাড়া নিজ দেশ কোস্টারিকাকে নিয়ে গেছেন রাশিয়া বিশ্বকাপের চূড়ান্ত পর্বে। এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে ৭৬ ম্যাচ খেলেছেন নাভাস। অন্যদিকে এলেক্স মর্গান কনকাকাফ অঞ্চলের সেরা হলেন তৃতীয়বারের মত ।
২০১৩ সাল থেকে সাংবাদিক , ভক্ত আর মহিলা ও পুরুষ দলের অধিনায়ক এবং কোচের ভোটে এই পুরস্কার দেয়া হচ্ছে।
আজকের বাজার: সালি / ১৯ ডিসেম্বর ২০১৭