এবারের আসরের সবচেয়ে আলোচিত ও দর্শকপ্রিয় ছবি ‘দ্য শেপ অব ওয়াটার’। এর চিত্র্যনাট্য নকল নিয়েও গুঞ্জন উঠে। কিন্তু সবকিছু ছাপিয়ে এই রোম্যান্টিক ড্রামা ছবিটি সেরা হয়ে উঠেছে ৯০তম অস্কার আসরে।
দুটি অস্কার একটু আগেই পেয়েছে ছবিটি। সেরা প্রোডাকশন ডিজাইনের পর সেরা পরিচালকের পুরস্কার পেয়েছে ‘ দ্য শেপ অব ওয়াটার’। আর এবার চূড়ান্ত ভাবে এই অস্কারের সেরা ছবির পুরস্কার পেলো রোম্যান্টিক ড্রামা এই ছবিটি।
‘দ্য শেপ অব ওয়াটার’ ছবিটি দিয়ে এবার সর্বাধিক ৪টি বিভাগে সোনালি মূর্তি ঘরে তুলেছেন পরিচালক। ‘দ্য শেপ অব ওয়াটার’ ছবির জন্য এবার সেরা পরিচালকের অস্কার জিতেছেন গিয়েরমো দেল তোরো। তার হাতে অস্কার তুলে দেন মারগট রবি। এই পুরস্কারের জন্য তিনি ‘দ্য শেপ অব ওয়াটার’ ছবির সব শিল্পী ও কলাকুশলীকে ধন্যবাদ জানান।
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে হলিউড অ্যান্ড হাইল্যান্ড সেন্টারের ডলবি থিয়েটারে বাংলাদেশ সময় আজ ৫ মার্চ ভোরে বসেছে ৯০তম একাডেমি অ্যাওয়ার্ডের আসর। গতবারের মতো এবারের আসরও উপস্থাপনা করছেন জিমি কিমেল।
আজকেরবাজার/এমটি