‘ধুম থ্রি’র পর ক্যাটরিনা কাইফ ও আমির খান পর্দায় একসঙ্গে আসেননি। এবার ‘থাগস অব হিন্দুস্তান’ ছবির সৌজন্যে জুটি বেঁধেছেন এই দুই তারকা।
বর্তমানে জোরকদমে চলছে সিনেমাটির নির্মাণ। উল্লেখ করার মতো আরেকটি বিষয় হলো— এই প্রথমবার অমিতাভ বচ্চন ও আমির খান একই স্ক্রিন শেয়ার করবেন।
সম্প্রতি ‘থাগস অব হিন্দুস্থান’-এর সেট থেকে সেলফি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন ক্যাটরিনা।
জানা গেছে, শুটিং সেটে কাটরিনার সঙ্গে সেলফি নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলেন আমিরও। নানান ভঙ্গিমায় তারা সেলফি তুলেছেন। একটি সেলফিতে আমির ও কাটরিনার সঙ্গে রয়েছেন ফাতিমা সানা শেখ ও আরেকটিতে কোরিওগ্রাফার প্রভু দেবা। ক্যাটরিনা নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেই সেই ছবিগুলো পোস্ট করেছেন।
সিনেমাটির শুটিং লোকেশনের তালিকায় রয়েছে মুম্বাই, মরক্কো ও থাইল্যান্ড। মুম্বাইয়েই শেষ শুটিং হবে ছবির।
অমিতাভ, আমির, কাটরিনা, ফাতিমা ছাড়াও এ ছবিতে রয়েছেন জ্যাকি শ্রফ ও শশাঙ্ক অরোরা। চলতি বছরের নভেম্বরেই মুক্তি পাবে ‘থাগস অব হিন্দুস্থান’।
আজকের বাজার: সালি / ০৭ ফেব্রুয়ারি ২০১৮