বানরের সঙ্গে সেলফি তোলা শুধু বেশ মজারই নয় ও উপভোগ্যও বটে। তবে সেক্ষেত্রে একটু সর্তক না হলে বিপদও ঘটতে পারে। কেননা বানর রেগে গিয়ে আপনাকে তাড়া করতে পারে-যা আপনার আনন্দকে বিষাদে পরিণত করবে।
এমনই একটা ঘটনা ঘটেছে যুক্তরাজ্যের তরুণী কারিমা নাবির সঙ্গে। তিনি ট্রেন্থাম মানকি ফরেস্ট ভ্রমণ করছিলেন। এমন সময় তিনি একটি ছোট সুন্দর বানর দেখে কয়েকটি ছবি তুলেন। যা তিনি তার টুইটারে পোস্ট করেন।
টুইটার পোস্টে দেখা যায়, বানরের সঙ্গে তোলা প্রথম ছবিটিতে তিনি ও বানর হাস্যোজ্জল ভঙ্গিতে রয়েছে। কিন্ত পরের ছবিটিতে দেখা যায় তিনি বানরের তাড়া খেয়ে দৌড়ে পালাচ্ছেন।
ছবি দুটি পোস্ট করার পর এখন পযর্ন্ত ৪২ হাজার বার রি-টুইট হয়েছে।
পার্কের পরিচালক মেট লোভাল বিবিসিকে ছবির শারীরিক অঙ্গভঙ্গির বিস্তারিত বর্ননা দেন। ছবিগুলো ছিলো অনেক মজার ও উপভোগ্য, এমন ঘটনা পার্কে বিরল।
আজকের বাজার: আরআর/ ২৮ আগস্ট ২০১৭