নতুন অটোমেটিক সেলাই মেশিন আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের দেশ গার্মেন্টস লিমিটেডের পরিচালনা পর্ষদ।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, নতুন সেলাই মেশিন আমদানি করতে কোম্পানিটি ১ কোটি ৫ লাখ টাকা অনুমোদন করেছে। এ মেশিনের মাধ্যমে কোম্পানিটি বিদ্যমান প্রডাকশন ফ্লোরের আরেকটি লাইনে উৎপাদন বাড়াবে। কোম্পানিটি যমুনা ব্যাংক থেকে ১ কোটি ৫ লাখ টাকা ঋণ নিয়ে নতুন প্রকল্পে অর্থায়ন করবে।