সেলিব্রিটিদের নানা অঙ্গের বীমা!

বীমা শব্দের সঙ্গে সবাই যতটা পরিচিত ঠিক ততটাই অপরিচিত মানব অঙ্গের বীমা সম্পর্কে। এ বিষয়ে কয়টা মানুষ খোঁজ রাখেন!

মানব দেহের বীমাও হাত-পা থেকে শুরু করে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গেরও বীমা করিয়ে রাখেন অনেকেই।

এই তালিকায় সবার আগে রয়েছেন সেলিব্রিটিরা। বলিউড থেকে টলিউড সবখানেই রয়েছে এমন চমকে দেওয়া বীমার গল্প।

তাহলে চলুন নতুনসময় আজকের এই সেলিব্রিটি অঙ্গের বীমার গল্প জেনে নেই।

গহনা বশিষ্ট
তেলুগু অভিনেত্রী গহনা বশিষ্ট নিজের স্তনকে বীমা করেছেন। এর মূল্য ভারতীয় মূল্যে ১ মিলিয়ন টাকা।

হোলি ম্যাডিসন
জনপ্রিয় মডেল তথা প্লেবয় ম্যাগাজিনের হেফনারের প্রাক্তন গার্লফ্রেন্ড হোলি ম্যাডিসন ও তাঁর স্তনকে রেখেছেন বীমার মধ্যে। যার মূল্য এক মিলিয়ন ডলার।

মিনিশা লাম্বা
অভিনেত্রী মিনিশা লাম্বা তাঁর যৌনাঙ্গকে বীমার মধ্যে রেখেছেন। তবে এর মূল্য এখনও প্রকাশ্যে আসেনি।

ব্রুক শিল্ড
ব্রুক শিল্প তাঁর সৌন্দর্যে পরিপূর্ণ পা -কে রেখেছেনবীমার আওতায়।

কেলি
পপ সেনশেসন, কেলি নিজের যৌনাঙ্গকে রেখেছেন বীমার আওতায়। ৫ মিলিয়ন ডলার যার মূল্য।

জেমি লি
স্ক্রিম কুই জ্যামি লি নিজের পাকে রেখেছেনবীমা করে। যার দাম ২.৮ মিলিয়ন ডলার।

জন আব্রাহাম
জনও নিজের যৌনাঙ্গকে বীমার আওতায় রেখেছেন।যার দাম ১০ কোটি টাকা।

লতা মুঙ্গেশকর
নিজের কণ্ঠস্বরেরবীমা করে রেখেছেন সুর সম্রাজ্ঞী লতা মুঙ্গেশকর। তবে এর অর্থ মূল্য জানা যায়নি।

রোনাল্ডো
ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনাল্ডো নিডের পা-কে বীমায় রেখেছেন ১৪৪ মিলিয়ন ডলার মূল্যে।

আজকের বাজার/এএল